বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ!
 
                                        
                                    বাগেরহাটে সবুজায়ন ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর পক্ষ থেকে রাংদিয়া স্কুল এন্ড কলেজ ও চাপাতলা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হয়।
এসময়, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, কার্যকরী সদস্য মো. আব্দুল গণি, চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু, উপ-ব্যবস্থাপক মো. আজমল হুসাইন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আজাদ আরজুসহ সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-কর্মচারীরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন, দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা প্রদান করা হয়। এছাড়া আগামীতে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আরও ৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানান চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর কোর্ডিনেটর শেখ গোলাম কিবরিয়া মিন্টু।
আয়োজকরা জানান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি), পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি ও স্থানীয়দের স্থানীয়দের চাহিদা অনুযায়ী এই চারা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং স্থানীয়দের উন্নয়নে গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        