আল্লামা সাঈদীসহ সকল শহীদদের স্মরণে রামনগরে জামায়াতের দোয়া মাহফিল
 
                                        
                                    বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সকল শহীদদের স্মরণে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মাদ্রাসার মাঠে এই সমাবেশ আয়োজিত হয়। এতে জামায়াতের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির অধ্যাপক মুছাহাক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে তিনি আল্লামা সাঈদীসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বলিষ্ঠ বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। তিনি উপস্থিত সকলকে আগামী দিনে একটি ইনসাফভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে আল্লামা সাঈদীর তাফসির মাহফিলগুলো শোনার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডিপি আব্দুল কাদের।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, সদর থানা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, থানা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, থানা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক সাহাজুর রহমান, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ডাক্তার ইসমাইল এবং ২ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে আল্লামা সাঈদীসহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় রহমানিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি মোঃ নাজমুল হোসেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        