রুহুল আমীন: নিরপেক্ষ সাংবাদিকতা বাংলাদেশের নতুন নির্মাণে গুরুত্বপূর্ণ!
সাংবাদিকরা কোন দলের নয়, সাংবাদিকরা নিরপক্ষ। বস্তুুনিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করবেন।
কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর আমীর মো. রুহুল আমীন।
গতকাল শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর ফ্যাস্টিস আওয়ামী লীগের সরকারের আমলে যারা দলবাজি দুনীতি করেছিল তাদের সবাইকে দেশের ছেড়ে চলে যেতে হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি,সরকারে আমলা, বায়তুল মোকারম মসজিদের খতিব, ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত, রাজনীতিবিদ সাংবাদিক দুর্নীতিগ্রস্ত সবাই দেশ ছেড়ে পালিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাংলাদেশ সেনা বাহিনী ১৫ জন জেনারেল সহ অফিসার কে আদালতের খুন ঘুম বিচার বহির্ভূত হত্যাকান্ডে জড়িত অভিযোগ মাধ্যমে কারা ভোগ করতে হচ্ছে এর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে বহু রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নির্মানে আপনাদের নিরপক্ষ স্বাধীন সাংবাদিকতা করে দায়িত্ব পালন করার আহ্বান জানান কেন্দ্রীয় জামায়াত ইসলামী সূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর আমির মোঃ রুহুল আমিন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দর্শনা থানা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু, চুয়াডাঙ্গা জেলা জামায়ত ইসলামী নায়েবে আমির সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল,সাংবাদিক সমিতির সভাপতি মোঃ আওয়াল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


