বাগেরহাটে ৫০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ৩
 
                                        
                                    বাগেরহাটের চিতলমারীতে স্বর্ণের দোকানের সিন্দুক কেটে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির ঘটনায় মাত্র চার ঘণ্টার মধ্যেই তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভোররাতে চিতলমারী বাজারের নিউ মন্ডল জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর চক্র গ্রাইন্ডার মেশিন ও ড্রিল ব্যবহার করে দোকানের সিন্দুক কেটে প্রায় ২৫-৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। বাজারমূল্যে যার দাম প্রায় ৫০ লাখ টাকা।
ঘটনার চার দিন পর, ৮ আগস্ট দোকানের মালিক তাপস মন্ডল চিতলমারী থানায় মামলা (নং-৩) দায়ের করেন। মামলা দায়েরের পরপরই থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত তদন্তে নামে এবং চিতলমারীর আড়ূয়াবর্নী গ্রামে অভিযান চালিয়ে এমদাদুল খান (৩৮), চরবানিয়ারী পশ্চিমপাড়ার সজল বসু ও শিবপুর গ্রামের সুব্র বসুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারসহ সিন্দুক কাটার ড্রিল মেশিনও উদ্ধার করা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, মামলা হওয়ার মাত্র চার ঘণ্টার মধ্যে আমরা চোর চক্রের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া সব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় চিতলমারী বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা দ্রুত সময়ে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        