নওগাঁয় স্কুলছাত্র অপহরণ ও হত্যাকাণ্ড: দুজনের মৃত্যুদণ্ড, দুই কিশোরের ১০ বছরের কারাদণ্ড

নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় ছদ্মনামে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবী এবং পরবর্তীতে হত্যা করে লাশ গুম করার ঘটনায় দুই জনের মৃত্যুদন্ড এবং দুই শিশু আসামীর প্রত্যেককে ১০ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। নওগাঁ’র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আজ দুপুরে জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মরিফুল ইসলামের স্ত্রী পিংকি এবং আযম মন্ডলের পুত্র মিশু। যাবজ্জীবন আটকাদেশ প্রাপ্ত শিশু আসামীরা হলো একই গ্রামের হুজাইফা ও সাজু আহম্মেদ। মামলার বিবরণে জানা গেছে আসামীরা কৌশলে অপহরণ পূর্বক মুক্তিপণ দাবী আদায়ের উদ্দেশ্যে একটি দল গঠন করে এবং ছদ্মনাম ব্যবহার করে খাদাইল গ্রামের আল আমিন হোসেন পুত্র ১৪ বছর বয়সের স্কুলছাত্র নাজমুলকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২০২০ সালে ৬ নভেম্বর আসামী পিংকি ছদ্মনাম ব্যবহার করে দেখা করার জন্য নাজমুলকে মোবাইল ফোনে প্রথমে নারিকেল বাড়ি রোডে ডেকে নেয়।সেখান থেকে তাকে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেসের মোড় রেললাইনে ডেকে নেয়। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টায় নাজমুলের মোবাইল ফোনস থেকে তার পিতার নিকট মোবাইল ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপণের টাকা না পেয়ে নাজমুলকে হত্যা করে বস্তায় ভরে আক্কেলপুর রেল গেইটের উত্তর পাশে ডোবার মধ্যে ফেলে রাখে। নাজমুলের পিতা বদলগাছি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ উক্ত আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জনাকীর্ন আদালতে বিজ্ঞ বিচারক আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। প্রদত্ত সাজা ছাড়াও আসামীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।