মুন্সীগঞ্জে আট কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। তার নাম মো. মিজানুর রহমান ওরফে জাফর শেখ (৩৯)। গতকাল রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার যোগিনীঘাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাফর শেখের বাড়ি জেলার লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামে। অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শহরের যোগিনীঘাট এলাকার মানিক বেপারীঘাটের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়।
এ সময় তার শরীরে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি হাতব্যাগে ভর্তি সমুদয় গাঁজা পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।