যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ সোহাগ পরিবহনের যাত্রী গ্রেপ্তার!
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ সোহাগ পরিবহনের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে অভিযানিক দল। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মহিবুর রহমান রিমন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি আভিযানিক দল মনোহরপুর এলাকায় অবস্থান নেয়। পরে সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী রিমনের দেহ ও ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপপরিচালক আসলাম হোসেন।


