যশোরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, ছিলোনা সুরক্ষা পোশাক!
 
                                        
                                    যশোরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে শহরের শাহ আব্দুল করীম সড়কের রূপকথা মোড়ে এঘটনা ঘটে। তিনি 'একসেনচিউর নীলাচল টাওয়ার' নামের একটি ভবনে রড মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।
নিহত সাজ্জাদ হোসেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মীরা জানান, সুরক্ষা সামগ্রী ছাড়ায় সাজ্জাদ হোসেন কাজ করছিলেন। এসময় তার মাথায় হেলমেট বা নিরাপত্তা বেল্ট ছিলো না। ফলে নিচে পরার সাথে সাথেই তিনি মারা যান।
নূর আলম নামে এক রাজমিস্ত্রি জানান, "সাজ্জাদ রড মিস্ত্রির কাজ করতেন, তবে দুর্ঘটনার সময় তিনি ক্রেন চালাচ্ছিলেন এবং ভবনের ১০ তলায় বালু তোলা এবং ময়লা নামানোর কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক তারের সাথে ক্রেণে স্পর্শ করলে শক লেগে তিনি নিচে পরে যান। "
সাজ্জাদের ছোট ভাই নয়ন হোসেন বলেন, "সুরক্ষা পোশাক ছাড়াই ১০ তলার উপর কাজ করছিলেন সাজ্জাদ। মালিকপক্ষ নিরাপত্তা বেল্ট ছাড়া আর কোন সামগ্রী দেয়নি বলেও অভিযোগ করেন তিনি। "
সম্রাট হোসেন নামে স্থানীয় এক দোকানী বলেন, "দীর্ঘদিন ধরে ভবন নির্মাণের কাজ চলছে। এখন কাজ শেষের পথে, কিন্তু আমরা কখনোই শ্রমিকদের নিরাপত্তা পোশাক পড়তে দেখিনি। যদি নিহত শ্রমিকের মাথায় হেলমেট থাকতো, তাহলে হয়তো তিনি বেঁচে যেতেন। "
নির্মাণাধীন নীলাচল টাওয়ারের ম্যানেজার মাহবুব হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিহত শ্রমিকের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করব।"
শ্রমিকদের নিরাপত্তা পোশাক না থাকার প্রসঙ্গে তিনি বলেন, "শ্রমিকদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা রয়েছে। এখন কোন শ্রমিক যদি তা ব্যবহার না করে সে বিষয়ে কি করে বলবো!"
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, "দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        