কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
 
                                        
                                    লালমনিরহাটের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুষভান্ডার বাজারের পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন (৫৫) নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বেলাল দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, তুষভান্ডার বাজারের পোল্ট্রি ব্যবসায়ী বেলাল হোসেন সন্ধ্যায় বাড়ি থেকে বাজার যাওয়ার সময় রাস্তায় উঠলে আমিনগঞ্জ থেকে তুষভান্ডারগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল সঙ্গে সংঘর্ষ হয়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলে বেলাল হোসেন নিহত হয়।
বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীও গুরুতর গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বেলাল হোসেন নামে একজন ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        