যশোরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট বোন নিহত

যশোরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট বোন নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, টাকা ও জমি নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্তের জন্য নিহত শারমিন আক্তারের (৩৫) মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সদর উপজেলার সুজালপুর এলাকায় আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, জমি ও পাওনা টাকা নিয়ে নিহত শারমিনের সঙ্গে তাঁর বড় ভাই খোকন মোল্লার (৪৫) বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে খোকন মোল্লা দা দিয়ে শারমিনের স্বামী শিমুল হোসেনকে আঘাত করেন। এ সময় ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন শারমিন। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।