কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নওগাঁয় জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমােনর ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে জাতীয়তাবাদী কৃষক দল নওগাঁ জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ জেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এসময় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল অন৷ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব, এটিএম ফিরোজ দুলু, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,মাসুদ হাসান তুহিন, নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীসহ, বদলগাছী, মহাদেবপুর, মান্দা ও রাণীনগর উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা।