দেশীয় মদসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কৃষ্ণপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো. শক্তি সর্দার (৭০), চামেলী সর্দার (৩৫), শখী সর্দার (২৩) ও রবিন সর্দার (১৯)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এসময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গতকাল ১৯ এপ্রিল রাত সোয়া আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী গোষ্ঠী রাজশাহী জেলার চারঘাট-পুঠিয়া থানাধীন এলাকায় কৃষ্ণপুর গ্রামস্থ তাদের নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে প্রস্তুত করতঃ খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত অবৈধ মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অদ্য তারিখে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও চোলাইমদ সংরক্ষণের পাত্র উদ্ধারসহ ০৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ধৃত আসামীগন এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছে। উক্ত চোলাই মদ স্থানীয় এলাকাসহ রাজশাহীর বিভিন্ন এলাকার গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।
অবৈধ ও অস্বাস্থ্যকর এই মাদক সেবনের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে। যার ফলশ্রুতিতে গত ০৮ এপ্রিল এই মাদক সেবনে রাজশাহীর চারঘাট উপজেলায় দুইজন যুবক মৃত্যুবরণ করে। এই ঘটনার সূত্র ধরেই অদ্য উক্ত অভিযান পরিচালনা করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।