এশিয়া কাপ ২০২৫: সেপ্টেম্বরেই সম্ভাব্য সূচনা, আয়োজক বিসিসিআই, ভেন্যু আরব আমিরাত

এশিয়া কাপ ২০২৫ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে পারে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট। সম্ভাব্য তারিখ ৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজক থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের আসর হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ছয়টি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্বাগতিক আরব আমিরাত—গ্রুপ পর্ব শেষে ‘সুপার ফোর’ খেলবে। সেখান থেকে সেরা দুই দল উঠবে ফাইনালে।
সবার নজর থাকবে ভারত–পাকিস্তান ম্যাচে। উত্তপ্ত রাজনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে ম্যাচটির উত্তাপ আরও বেড়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, প্রথম ভারত–পাকিস্তান লড়াই হতে পারে ৭ সেপ্টেম্বর এবং দ্বিতীয়বার তারা মুখোমুখি হতে পারে ১৪ সেপ্টেম্বর, সুপার ফোরে।
তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ হয়নি। ভারতের আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি দ্রুত চূড়ান্ত করতে বিসিসিআইকে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিলম্ব হলে স্পনসর ও সম্প্রচার স্বত্বধারীরা ক্ষতিপূরণ চাইতে পারে, এমনকি চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঝুঁকিও রয়েছে।
এদিকে, সম্প্রচার স্বত্বধারী সনি স্পোর্টস নেটওয়ার্ক ইতিমধ্যেই একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, ভারতের সূর্যকুমার যাদব এবং শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কাকে দেখা গেছে। অনেকেই ধারণা করছেন, এসিসির সবুজ সংকেত পাওয়ার পরই এই প্রচারণা শুরু করেছে সনি।
টুর্নামেন্টে অংশ নিতে হলে প্রত্যেক দলকে নিজ নিজ সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। বর্তমানে এই প্রক্রিয়া চলমান রয়েছে।