ভারতের বাংলাদেশ সফর স্থগিত, নতুন সূচি ২০২৬ সালের সেপ্টেম্বরে

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সেই সফর আপাতত স্থগিত করেছে ভারত। আপাতত দুই দেশের বোর্ডের সমঝোতায় সিরিজটি পেছানো হয়েছে। নতুন করে সূচি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্টে বাংলাদেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাম্প্রতিক সূচি ও আন্তর্জাতিক ব্যস্ততা বিবেচনায় নিয়ে সফরটি স্থগিত করতে অনুরোধ জানায়। দুই দেশের বোর্ড আলোচনার মাধ্যমে ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের সিদ্ধান্ত নেয়।
সফরটি স্থগিত হওয়ায় আগামী আগস্টে ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক সিরিজ থাকছে না টাইগারদের। ফলে বিকল্প সিরিজ বা প্রস্তুতি ক্যাম্প নিয়ে পরিকল্পনায় যেতে পারে বিসিবি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের সফরে তিন ফরম্যাটের খেলা থাকবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। দুই বোর্ড আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করবে বলে জানা গেছে।