লিভারপুলের তারকা দিয়োগো জোতার আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু, ভাইকেও হারালেন ফুটবল বিশ্ব

জীবন কত অনিশ্চিত, সেটাই আবার প্রমাণ করলেন লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার দিয়োগো জোতা। মাত্র কয়েক মাসের ব্যবধানে দুই বড় শিরোপা জয় এবং দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করার আনন্দ নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। কিন্তু স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে ঘটে যাওয়া ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার জীবনান্ত।
‘স্কাই স্পোর্টস’, ‘মার্কা’ এবং ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, দিয়োগো জোতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন যখন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দ্রুত আগুন ধরে যায়। এতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর ভাই আন্দ্রে সিলভা, যিনি পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ফুটবল খেলোয়াড় ছিলেন। দু’জনেই দুঃখজনকভাবে প্রাণ হারান।
১০ দিন আগে দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়োগো। তাদের তিন সন্তান রয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় ফুটবল বিশ্ব এবং ভক্তরা শোকাহত।