‘ক্যাপ্টেন কুল’ এখন ধোনির ট্রেডমার্ক!

চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ সামাল দেওয়ার গুণেই ক্রিকেটবিশ্বে ‘ক্যাপ্টেন কুল’ উপাধিতে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। এবার সেই জনপ্রিয় উপাধিটিই নিজের নামে ট্রেডমার্ক করে নেওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রি ২০২৫ সালের ১৬ জুন ধোনির করা আবেদন গৃহীত ও প্রকাশ করেছে। এখন থেকে এটি "মঞ্জুর" বলে বিবেচিত হবে, যদি নাম প্রকাশের ১২০ দিনের মধ্যে কোনও আপত্তি না ওঠে।
ধোনি এই ট্রেডমার্কের জন্য ২০২৩ সালের জুনে প্রথম আবেদন করেন। তবে তখন তাকে জানানো হয়, 'Captain Cool' নামটি প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে ইতোমধ্যে নিবন্ধিত। বিষয়টি নিয়ে ধোনি আপত্তি জানান এবং অভিযোগ করেন, এটি তার ব্র্যান্ড ও খ্যাতিকে অপব্যবহারের অসৎ প্রচেষ্টা। প্রায় চারটি শুনানির পর, কর্তৃপক্ষ ধোনির দাবিকে যথার্থ মেনে আবেদন অনুমোদন করে।
এদিকে, মাঠের পারফরম্যান্সেও ধোনি এখনও আলোচনায়। সর্বশেষ আইপিএল মৌসুমে, রুতুরাজ গায়কওয়াড়ের চোটের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বে ফেরেন তিনি। তবে এবার দলটির পারফরম্যান্স ছিল হতাশাজনক— ১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করে চেন্নাই।
এই জুনেই ৪৩ বছরে পা রাখা ধোনি আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি, আরেকটি আইপিএল মৌসুমে ফেরার ইঙ্গিতও রেখেছেন তিনি।