জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এক অনুষ্ঠানে তিনি এই ডাকটিকিট অবমুক্ত করেন। এটি শুধু একটি স্মারক নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও নাগরিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন—
১. শিক্ষা উপদেষ্টা সি আর আবরার
২. মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম
৩. শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান
৪. পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৫. প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী
৭. ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান
প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ইতিহাসের বাঁকে এক সাহসী মুহূর্ত। আজকের এই স্মারক ডাকটিকিট সেই গণআন্দোলনের চেতনা ও সংগ্রামকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে।”
তিনি আরও বলেন, “যাঁরা এ আন্দোলনের অগ্রভাগে ছিলেন, তাঁদের সম্মান জানাতেই এ উদ্যোগ। ডাক বিভাগের এই প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দায়িত্ব পালন করছে।”
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং ‘জুলাই ঘোষণাপত্র’-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়েছে।