খালেদা-তারেকের পক্ষ থেকে ‘জুলাই ঘোষণাপত্র’ মঞ্চে বিএনপির প্রতিনিধিত্ব

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ঐতিহাসিক দলিল পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তারা শারীরিক ও ব্যক্তিগত কারণে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না, তাদের পক্ষ থেকে অংশ নিচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।
পাঁচ সদস্যের প্রতিনিধিদল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নিচ্ছে পাঁচ সদস্যের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন:
১. স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
২. ড. আবদুল মঈন খান
৩. নজরুল ইসলাম খান
৪. সালাহউদ্দিন আহমেদ
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের পক্ষ থেকেও একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দিচ্ছে।
উপস্থিত থাকবেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পরপরই অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ‘জুলাই ঘোষণাপত্র’ একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে প্রস্তুত করা হয়। দেশের সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত নিয়ে তৈরি এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।