জামালপুরে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপিত!

জামালপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস' উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমীর বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য, আহত ও জুলাই যোদ্ধা সম্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
আলোচনা সভায় জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, মেধা মূল্যায়নের দাবীতে গত বছরের কোটাবিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। পরবর্তীতে তৎকালীন সরকারের নির্মম দমন-পীড়ন ও হত্যাকান্ডের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা সরকার পতনের এক দফা আন্দোলন শুরু করে এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন হয়। এখন সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।