বিশ্ব রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও
 
                                        
                                    ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার পিটার শিলটনের রেকর্ড। প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি খেলার বিশ্বরেকর্ড এখন ৪৪ বছর বয়সী ফ্যাবিওর দখলে।
মঙ্গলবার রাতে কোপা সুদামেরিকানার ম্যাচে আমেরিকা ডি কালির বিপক্ষে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নামেন ফ্যাবিও। এটি তার ক্যারিয়ারের ১৩৯১তম প্রতিযোগিতামূলক ম্যাচ, যা শিলটনের ১৩৮৭ কিংবা ১৩৯০ ম্যাচ খেলার রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিওর। ২৮ বছরের ক্যারিয়ারে তিনি ব্রাজিলের পাঁচটি ক্লাবে খেলেছেন— উনিয়াও বান্দেইরান্তে, অ্যাতলেটিকো পারানায়েন্স, ভাস্কো দা গামা, ক্রুজেইরো ও ফ্লুমিনেন্স। এর মধ্যে ক্রুজেইরোর জার্সিতে তিনি খেলেছেন সর্বোচ্চ ৯৭৬ ম্যাচ। ফ্লুমিনেন্সের হয়ে বিশ্বরেকর্ড গড়ার ম্যাচটি ছিল তার ২৩৫তম। ফ্যাবিও কখনও ব্রাজিলের জাতীয় দলে খেলেননি। তবে ১৯৯৭ সালে ব্রাজিল অনূর্ধ্ব–১৯ দলে বিশ্বকাপে অংশ নেন।
অন্যদিকে ৭৫ বছর বয়সী পিটার শিলটনের ম্যাচসংখ্যা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। গিনেস রেকর্ড বলছে, তিনি ১৩৯০ ম্যাচ খেলেছেন। তবে শিলটন নিজে দাবি করেন, তার সংখ্যা ১৩৮৭। এ ছাড়া ইংল্যান্ড অনূর্ধ্ব–২৩ দলে খেলা ম্যাচগুলো গণনা করা হবে কি না, তা নিয়েও বিতর্ক আছে।
তবু সব আলোচনা সরিয়ে এখন সর্বাধিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার বিশ্বরেকর্ড ফ্যাবিওর দখলেই।
সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলাররা (প্রতিযোগিতামূলক ম্যাচে)
ফ্যাবিও (ব্রাজিল) – ১৩৯১
পিটার শিলটন (ইংল্যান্ড) – ১৩৮৭/১৩৯০
পল বাস্তোক (ইংল্যান্ড) – ১২৮৪
ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল) – ১২৮৩
রজেরিও সেনি (ব্রাজিল) – ১২২৬
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                        