ভালো শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারবে না — ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামী জননেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যুব ও নারী সমাজ ইসলামকে দৃঢ়ভাবে গ্রহণ করছে এবং বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রশিবিরের প্রতি মেয়েদের ও তরুণদের আস্থা স্পষ্ট দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশে তিনি বলেন, "ঢাকসু, জাকসু ও চাকসুতে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ছাত্রশিবিরকে নিয়ে যে সমর্থন দেখা গেছে, তারই প্রতিফল আগামীতে পুরো জাতি দেখতে পাবে—ইনশাআল্লাহ। " তিনি বলেন, "৯১ শতাংশ মুসলমানের দেশে মেয়েদের সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। জামায়াতে ইসলামী কোয়ান-পাঠ্য ও রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে নারীদের মর্যাদা প্রতিষ্ঠার উপর জোর দিচ্ছে এবং রাষ্ট্র গঠনে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।"
শফিকুর রহমান বলেন, "ইমান বা ধর্মবিশ্বাসের হিসাব আমাদের কাজ নয়; সবাইকে নাগরিক হিসেবে সম্মান করা হবে—ধর্ম, বর্ণ বা আঞ্চলিক পার্থক্য নির্বিশেষে। " তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দেন ও বলেন, "দরকার হলে পাহাড়ের মতো বাধাও পেরিয়ে দুর্নীতি রোধ করতে তারা প্রত্যয়ী।"
তার বক্তব্যের মূল উপাদানগুলো ছিল—শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, দুর্নীতি নির্মূল ও ন্যায্যতা প্রতিষ্ঠা। শিখন ও শিক্ষাক্রমকে দেশের মেরুদণ্ড বলা হয় এবং তিনি বলেন; "ভালো শিক্ষা ছাড়া জাতি উন্নতি করতে পারবে না। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার ওপর জোর দিয়ে, এমন শাসককেই চান যারা জনগণের কাছে তাদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাবে এবং সেবার দায়িত্ব নিবে।"
সমাবেশে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা ও কর্মীরা।


