মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এনসিপি!
 
                                        
                                    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ, বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় চার নেতা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
প্রতিনিধিদল বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে পৌঁছান। একই স্থানে আজ সন্ধ্যা ৬টায় জামায়াতে ইসলামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে।
এই বৈঠকগুলোর মাধ্যমে ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং বাস্তবায়নের পথ নিয়ে আলোচনা করা হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় বৈঠক করে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়ক’ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। বিএনপি দাবি করেছে, অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাঁদের অপসারণ করা উচিত।
আজকের বৈঠকে এনসিপি ও জামায়াতে ইসলামের পক্ষ থেকেও প্রধান উপদেষ্টার চারপাশের কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দলগুলো বলছে, কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        