যশোরে জামায়াতে ইসলামী’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত!
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও আগামী নভেম্বর ২০২৫ এর মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে বাদশাহ ফয়সাল ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থক।
বক্তারা বলেন, "জুলাই জাতীয় সনদে ঘোষিত গণদাবিগুলো জাতির সার্বিক স্বার্থ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াই। " তারা বলেন, "সরকারের উচিত অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রশাসনিক আদেশ জারি করা এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা। "
বক্তারা আরও সতর্ক করে বলেন, "জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হলে সারাদেশে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। "
সমাবেশ শেষে বাদশাহ ফয়সাল ঈদগাহ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা গিয়ে মিছিলশেষ হয়।


