মাহফুজ-আসিফ দ্বন্দ্বে এনসিপি থেকে নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগ!
 
                                        
                                    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে দল এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির একাধিক সূত্র।
সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাসীরুদ্দীন। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের পদে, যা বর্তমানে নাসীরুদ্দীনের অধীনে রয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ প্রস্তাবে কেন্দ্রীয় নেতৃত্বের মৌন সম্মতি থাকায় মনঃক্ষুণ্ন হয়ে নাসীরুদ্দীন পদত্যাগ করেন বলে জানা গেছে। তবে পদ ছাড়লেও তিনি এনসিপির সদস্য হিসেবে থেকে যাবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পদত্যাগের পর নাসীরুদ্দীন পাটওয়ারী গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ গঠনের পেছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
বিষয়টি নিয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি বিবেচনাধীন।”
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        