"তাঁদের ন্যায্য মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব" — সারজিস আলম
 
                                        
                                    সরকারি উদ্যোগে নির্মিত উপজেলা মসজিদ কমপ্লেক্সগুলোতে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি জানান, বর্তমানে সরকারি মসজিদ কমপ্লেক্সগুলোতে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের বেতন যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও সাড়ে ৭ হাজার টাকা, যা দিয়ে তাঁদের সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য।
সারজিস আলম বলেন, “একজন ইমাম ফজর থেকে এশা পর্যন্ত মসজিদেই থাকেন। তাঁদের বিকল্প কোনো আয়ের সুযোগ নেই। অথচ তাঁদের কষ্টের বিষয়গুলো নিয়ে কথা বলার কেউ নেই।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সম্প্রতি মাননীয় ধর্ম উপদেষ্টার সঙ্গে তাঁর কথা হয়েছে। এ সময় তিনি ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতন যথাক্রমে অন্তত ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকায় উন্নীত করার আহ্বান জানান।
ধর্ম উপদেষ্টা বিষয়টিকে “অত্যন্ত যৌক্তিক” বলে মন্তব্য করেন এবং আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানিয়েছেন সারজিস আলম।
তিনি আশা প্রকাশ করেন, “ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে পাবো।”
এনসিপি নেতা আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বহু মসজিদে এমন ইমাম ও মুয়াজ্জিন আছেন, যারা মাসে ৫ হাজার টাকাও পান না। এটি অত্যন্ত অন্যায্য।”
তাই তিনি সারাদেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি একীভূত ও ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন করার দাবি জানান।
সারজিস আলম বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা শুধু ধর্মীয় দায়িত্বই পালন করেন না, তাঁরা সমাজের নৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দেন। তাঁদের ন্যায্য মর্যাদা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        