যশোরে অসহায় ছাত্রী রোশনির পাশে এনসিপি নেত্রী সালমা আক্তার আশা!
অর্থের অভাবের বই কিনতে না পারা অসহায় ছাত্রী রোশনি আক্তারের পাশে দাঁড়ালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা সংগঠক, সালমা আক্তার আশা। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যশোর শহরের রোশনির বাড়িতে গিয়ে তিনি বই ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন এবং তার শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।
রোশনি আক্তার রিমি যশোর সরকারি কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগে অধ্যয়নরত। তার বাবা একজন দিনমজুর এবং মা গৃহিণী। পরিবারের সীমিত আয়ের কারণে রোশনি ও তার দুই বোনের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছে। রোশনির ছোট বোন স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।
এ সময় সালমা আক্তার আশা বলেন, “অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। রোশনির মতো পরিশ্রমী শিক্ষার্থীদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও রোশনির পড়াশোনার খোঁজখবর রাখবেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন।
রোশনি ও তার পরিবার এই সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা সালমা আক্তারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্যান্য সচ্ছল মানুষদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


