জনগণের প্রতি দায়বদ্ধতাই বিএনপির সবচেয়ে বড় বিষয়: আমীর খসরু
জনগণের প্রতি দায়বদ্ধতাকেই বিএনপির কাছে সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোকে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি ম্যান্ডেট দেয়, তাহলে সংসদে গিয়ে সব দাবি বাস্তবায়ন করা যাবে।”
সরকারকে সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে আমীর খসরু বলেন, “সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দিতে হবে।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, “অভ্যন্তরীণ কোনো কার্যক্রমে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। দেশের ভূরাজনৈতিক কৌশল কী হবে, তা বিদেশি পরামর্শে নয়—জনগণই নির্ধারণ করবে।”
তিনি বলেন, “নির্বাচনের আগে সরকারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।”


