রাজাপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ!
 
                                        
                                    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামালের নির্দেশনায় ঝালকাঠি জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বড়ইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ. ছালাম তোতা, বড়ইয়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. দুলাল সিকদার, ইউনিয়ন যুবদল নেতা মো. শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউর হক জলিল, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সরোয়ার সিকদার, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. তারেক সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিকে বাংলাদেশের জাতীয় পুনর্গঠনের রূপরেখা হিসেবে বর্ণনা করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের মাঝে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
লিফলেট বিতরণ কর্মসূচি শেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে একটি ন্যায্য, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র গঠনের নীলনকশা। দেশের জনগণ আজ পরিবর্তন চায়, মুক্তচিন্তার গণতান্ত্রিক বাংলাদেশ চায়। সেই পরিবর্তনের অগ্রযাত্রায় আমরা ছাত্রদল সর্বদা জনগণের পাশে আছি। রাজাপুরের প্রতিটি গ্রাম-গঞ্জে এই ৩১ দফার বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ।”
আতিক আরও বলেন, “এই কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে পারলেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের মূল লক্ষ্য।”
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        