দেশের ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতি বোঝে না — সালাহউদ্দিন আহমদ
 
                                        
                                    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, "কোনও আইনানুযায়ী বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধান পরিবর্তনের অধিকার কারও নেই। এ ধরনের চেষ্টা করলে ভবিষ্যতে বারবার সংবিধান পরিবর্তনের দাবি উঠবে।"
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, "গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং সেই অভিপ্রায় বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের গঠন ও উপদেষ্টাদের শপথ কার্যকর করা হয়েছে। " তিনি উল্লেখ করেন, "রাষ্ট্র কোনও ছেলেখেলা নয় এবং ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে কোনো রাজনৈতিক দলের স্বার্থে ছিনিমিনি খেলা চলতে পারে না।"
সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) নিয়ে তিনি বলেন, "দেশের ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতি বোঝে না, তাই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা উচিত নয়। এছাড়া, নির্বাচনে বিলম্ব ও অস্থিরতা সৃষ্টি করতে যে শক্তি কাজ করছে, তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে। " তিনি সতর্ক করে বলেন, "নির্বাচন বিলম্বিত হলে দেশে ফ্যাসিবাদের উৎপাত বাড়তে পারে।"
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "সংবিধানের অংশগুলো বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে।"
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        