“রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হোক, প্রতিহিংসা নয়” — ডা. তাহের
 
                                        
                                    বিএনপির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, "বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্পর্ক “সৌহার্দপূর্ণ” রয়েছে। তিনি এ মন্তব্য করেন বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হসপিটালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গেলে।
ডা. তাহের বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে যেন প্রতিহিংসার পর্যায়ে না যায়।” তিনি আরও বলেন, "সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার গুরুত্ব অপরিসীম।"
তিনি জানিয়ে দেন, তার দল জুলাই সনদের একটি কপি হাতে পেয়েছে, যেখানে কিছু অবজারভেশন রয়েছে। ডা. তাহের বলেন, "এসব বিষয় তারা আনুষ্ঠানিকভাবে ঐকমত্য কমিশনে জানাবে এবং পরে জনগণকে জানানো হবে।"
ডা. তাহেরের মন্তব্য থেকে স্পষ্ট, বিএনপি রাজনৈতিক সংলাপ ও সৌহার্দ্য বজায় রাখতে আগ্রহী, যা আগামী নির্বাচনী প্রক্রিয়ায় একটি ইতিবাচক সংকেত হিসেবে ধরা হচ্ছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        