‘হাসিনা মার্কা নির্বাচন আর হবে না’—সেলিম উদ্দিন

আগামী জাতীয় নির্বাচনে জনগণের রায় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য পোলিং এজেন্ট ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের মাঠে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ আসনে জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ড. ইউনূস সরকার জনগণকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার সাহস পাচ্ছে না সরকার। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ ঐতিহাসিক বিজয়কে বিতর্কিত করার চেষ্টা করছে।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এদেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না। নির্বাচনী কেন্দ্র দখলের চেষ্টা হলে জুলাই বিপ্লবীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।”
তিনি সংশ্লিষ্টদের নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুতির প্রতি অনড় থাকার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেন, নির্বাচন বানচালের দায়ে পড়বে ‘পাথর বাহিনী’ ও ‘চাঁদাবাজ বাহিনী’। তিনি সতর্ক করে বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা না করে কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসালে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ সরকারে পরিণত হবে।"
কর্মশালায় আরও বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও রূপনগর থানা আমীর আবু হানিফ, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম পবন ও পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের প্রমুখ।