খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বজুড়ে প্রার্থনা, কৃতজ্ঞতা তারেক রহমানের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশ-বিদেশের নেতা, কূটনীতিক, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের যে অভূতপূর্ব উদ্বেগ, শুভকামনা ও প্রার্থনা অব্যাহত রয়েছে তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত সহযোগিতা, সান্ত্বনা ও মমতার বার্তা পরিবারের জন্য এক শক্তিশালী মানসিক অবলম্বন তৈরিতে সহায়ক হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাদের গভীরভাবে উদ্বেলিত করেছে।
তিনি আরও বলেন, এই কঠিন সময়ে জাতির অভিন্ন উদ্বেগ, ঐক্য, সহমর্মিতা এবং মানবিক সংহতি জিয়া পরিবারকে অনুপ্রাণিত করছে। দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও আরও উল্লেখ করেন, জিয়া পরিবার ও বিএনপি মনে করে জনগণের এ সম্মিলিত ভালোবাসা ও প্রার্থনাই তাদের শক্তি, সাহস ও প্রেরণার উৎস।