চট্টগ্রামে ৩ থানার ওসি রদবদল
চট্টগ্রাম মহানগরীর তিনটি গুরুত্বপূর্ণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানায় এই পরিবর্তন কার্যকর হয়েছে। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন কর্মকর্তারা দায়িত্ব গ্রহণ করেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের সই করা অফিস আদেশে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট তিন থানার বর্তমান ওসিদের সিএমপি লাইনে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- সদরঘাট থানার মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার জামির হোসেন জিয়া।
এদিকে নতুন দায়িত্বে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী। চান্দগাঁও থানার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে। আর ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পাহাড়তলি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে।