শ্যামনগর থেকে উদ্ধার করা হরিণ সুন্দরবনে অবমুক্ত
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া লোকালয় থেকে উদ্ধার করা হরিণ সুন্দরবনে
অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে লোকালয়ে চলে আসে হরিণটি। সকাল ১০টার
দিকে হরিণটি আটক করে আবার সুন্দর বনে ছেড়ে দেন বনবিভাগের কর্মী ও সিপিজি সদস্যরা।
সাতক্ষীরার রেঞ্জার ও সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, পাশের খোলপেটুয়া
নদীতে পানি কমে যায়। এ সুযোগে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। খবর পেয়ে বনকর্মীদের সহায়তায়
হরিণটি আটকের পর তাকে কলাগাছিয়া টহলফাঁড়ি সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, শীতকালে নদীতে পানি কমে যায়—এ কারণে পাশের সুন্দরবনে
থাকা হরিণ কোনো কোনো ক্ষেত্রে লোকালয়ে চলে আসার সুযোগ পায়।
সাত দিন আগে একইভাবে আরও একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে। সে বিষয়ে তিনি
বলেন, ভেতরে কোনো সমস্যা হচ্ছে কি না, তারা তদন্ত করছেন।
এর আগে ২৫ ডিসেম্বর সকালে একই নদী পার হয়ে গাবুরার দৃষ্টিনন্দন এলাকায়
ঢুকে পড়ে অপর একটি হরিণ। পরে আটকের পর সেই হরিণও সুন্দরবনে অবমুক্ত করা হয়।