কুড়িগ্রামে হিযবুতের পোস্টার লাগানোয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
কুড়িগ্রামে প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার লাগানোর
ঘটনায় পাঁচ তরুণকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কলেজ মোড় ও জেলা পরিষদ ভবনের
ফটকে ‘খোলা চিঠি’ শিরোনামে সংগঠনটির
পোস্টার লাগানো হলে বিষয়টি নজরে আসে পুলিশ ও গোয়েন্দা সংস্থার।
ডিবি সূত্র জানায়, খবর পাওয়ার পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো
হয়। পরে খলিলগঞ্জ বাজারসংলগ্ন স্থানে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনিবাস থামিয়ে
বাসে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।
আটকরা হলেন—জাবের আল রাফিয়ান, সাকিবুল হাসান, শামীম
হোসেন, ফাহমিদ হাসান ও মাহমুদুর রহমান।
ডিবির জানায়, তারা ঢাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ঢাকা থেকে কুড়িগ্রামে এসে সংগঠনটির প্রচারণামূলক
কার্যক্রমে যুক্ত ছিল। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।
ডিবি আরও জানায়, পোস্টার লাগানোর স্থানগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ
করে ওই তরুণদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। আটক হওয়ার পর পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন
জায়গা থেকে পোস্টারগুলো সরিয়ে ফেলে।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, নিষিদ্ধ
সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা পোস্টার
লাগানোর কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী
আইনে ব্যবস্থা নেওয়া হবে।