খালেদা জিয়ার জানাজায় অংশ নেন ২৪ লাখের বেশি মানুষ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ঢাকা যেন জানাজার নগরীতে পরিণত হয়েছে। শুধু সংসদ ভবন প্রাঙ্গণ নয় বরং ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে বাংলামোটর পর্যন্ত ছিল জানাজায় অংশ নেওয়া লোকের স্রোত। অন্যদিকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তবে জানাজাকে কেন্দ্র করে কত জনসমাগম হয়েছে সে হিসাব খতিয়ে দেখছে টাইমসটুডে।
মূলত কোনো জমায়েত ঘিরে ঠিক কত সংখ্যক লোক হয়েছে, সেটি পরিমাপ করার জন্য এরিয়া ও ডেনসিটি মেথড ব্যবহার করা হয়। যেটাকে জ্যাকবস মেথডও বলা হয়। ১৯৬০ সালে অধ্যাপক হার্বার্ট জ্যাকব সমাবেশের লোক সংখ্যা নির্ধারণে একটি পদ্ধতি ব্যবহার করেন।
পদ্ধতি অনুসারে অল্প ভিড় হলে প্রতি বর্গ মিটারে একজন, স্বাভাবিক ভিড় হলে দুইজন, মাঝারি ভিড়ে তিনজন ও ঘন ভিড়ে ৪-৫ জন উপস্থিত থাকে বলে ধারণা করা হয়। ফলে এরিয়া থেকে ডেনসিটি বা ঘনত্ব গুণ করলেই মোট জনসমাগম বের করা যায়।
সংসদ ভবনের আয়তন ২০৮ একর হলেও জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের গেট ও সংলগ্ন মাঠের আয়তন থেকে রাস্তাসহ খামারবাড়ী পর্যন্ত মোট আয়তন প্রায় ১০০ একর। বর্গমিটারের হিসেবে ৪ লাখ ৪ হাজার ৬৮৬ বর্গ মিটার। বর্গ মিটারে পাঁচজন ধরে মোট উপস্থিতি ২০ লাখ ২৩ হাজার জন। এদিকে খামারবাড়ী থেকে কারওয়ান বাজার পর্যন্ত দেড় কিলোমিটারের মোট আয়তন ৩০ হাজার বর্গমিটার। যেখানে উপস্থিত ছিলেন ১ লাখ ৫০ হাজার। আর খামারবাড়ী থেকে জাহাঙ্গীর গেটের ২ কিলোমিটারে আয়তন ৪০ হাজার বর্গমিটার। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ।
তবে শুধু মূল রাস্তায় নয় বরং মেট্রেরেলের সিড়ি ও মূল রেলস্টেশনেও জানাজার নামাজ আদায় করেন অনেকে। সেই আশে পাশের গলিতেও উপস্থিত ছিলেন অনেকে। সব মিলিয়ে আরও ৫০ হাজার মানুষ উপস্থিতি ছিলেন বলে ধারণা করা হয়। সে হিসেবে খালেদা জিয়ার জানাজাতে ২৪ লাখ বেশি লোক উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন দলের রাজনীতিবিদ।