উত্তরায় বিমান দুর্ঘটনায় খালেদা জিয়ার শোক প্রকাশ

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
গত সোমবারের (২১ জুলাই) এ মর্মান্তিক ঘটনায় এক শোকবার্তায় তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যেসব কোমলমতি শিশু ও নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন, তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকাহত পরিবারগুলোকে এই কঠিন দুঃখ-বেদনা সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।”
বিএনপি চেয়ারপার্সন দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য জরুরি ভিত্তিতে রক্তদানেরও নির্দেশ দিয়েছেন তিনি।