ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের বয়কট হবে: জামায়াত নেতা
 
                                        
                                    আসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর গেন্ডারিয়ায় অনুষ্ঠিত ঢাকা-৬ আসনের ওলামা–মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রফিকুল ইসলাম বলেন, দেশের জনগণ দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস ও চাঁদাবাজদের ভোটের মাধ্যমে বয়কট করবে। আলেম সমাজের ঐক্য ইসলামী শক্তিকে বিজয়ের পথে এগিয়ে নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া দলগুলো জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে তিনি সরকারের প্রতি ৫ দফা দাবি তুলে ধরেন—
১. জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা,
২. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন,
৩. অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা,
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার,
৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম আব্দুল হালিম, যিনি ক্ষমতায় গেলে আলেমদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়া, ইমামদের চাকরি জাতীয়করণের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শুরুতে ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান উন্নয়ন ভাবনা তুলে ধরে এলাকাকে “নতুন বাংলাদেশের রোল মডেল” করার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতারা বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        