পিআরসহ পাঁচদফা দাবিতে পটুয়াখালীতে জামায়াত ও ইসলামী আন্দোলনের কর্মসূচি
পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতসহ পাঁচদফা দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক সময় ও স্থানে এ দুটি সংগঠন তাদের কর্মসূচি পালন করে।
দুপুর সাড়ে ৩টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম। সমাবেশে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পটুয়াখালী-১ আসনের প্রার্থী মাওলানা মুফতি হাবিবুর রহমান, পটুয়াখালী-২ আসনের মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী-৩ আসনের মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক ও পটুয়াখালী-৪ আসনের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চায়। জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচদফা দাবি উত্থাপন করেছে। তারা সতর্ক করে বলেন, সরকার যদি দাবিগুলো মেনে না নেয় তবে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তা আদায় করা হবে। পরে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
অন্যদিকে বিকাল ৫টায় পুরান বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাটপট্টি, বনানী মোড়, কলেজ রোড, পৌরসভা মোড়, লতিফ স্কুল সড়ক ও কাজীপাড়া রোড প্রদক্ষিণ শেষে তিতাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম কায়সারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থী আবদুল্লাহ আন নাহিয়ানসহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান খান, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নূর।
সমাবেশে বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতি এখন সময়ের দাবি। তারা সরকারের প্রতি এই পাঁচদফা দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
দুই সংগঠনের পৃথক বিক্ষোভে জামায়াত ও ইসলামী আন্দোলনের শত শত নেতা-কর্মী অংশ নেন। শহরের বিভিন্ন সড়কে স্লোগানে মুখরিত পরিবেশে তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করেন।


