বাতিল হলো '১ মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি, জুলাই স্মরণে চলবে ৩৬ দিনের আয়োজন
 
                                        
                                    জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত ‘এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ফারুকী লেখেন, “জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে। আমরা অনেকেই একমত ছিলাম ‘এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট’ গ্রেট আইডিয়া না সম্ভবত।”
তিনি আরও বলেন, “আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি—এই প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না। সংশোধিত স্লাইড শেয়ার করা হয়েছে।”
তবে কর্মসূচির বাকি অংশ অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে। ফারুকী তার পোস্টে লিখেছেন, “লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।”
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থান ছিল সামরিক শাসনবিরোধী একটি ব্যাপক গণপ্রতিরোধের প্রতীক, যা দেশের রাজনীতিতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        