মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র: জুলাই সনদ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ
 
                                        
                                    রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
সাক্ষীদের বরাতে জানা যায়, সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডে ব্যবহৃত রোড ব্লকারগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন লাগানো হয়। এতে মানিক মিয়া এভিনিউসহ আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
ঘটনার সময় এলাকায় প্রচুর আসবাবপত্র, ব্যারিকেড ও সিরামিক পণ্য ভাঙচুর করা হয়। বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে, তবে আন্দোলনকারীদের একাংশ আড়ংয়ের সামনে ও আরেকাংশ খামারবাড়ি মোড়ে অবস্থান করছে। পুলিশ থেমে থেমে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এর আগে বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বহুল প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সংসদ ভবন এলাকায়। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহত বীরের মর্যাদাসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানালেও তারা অবস্থান বজায় রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
বর্তমানে মানিক মিয়া এভিনিউ ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, এমনকি পথচারীরাও সেখানে চলাচল করতে পারছেন না। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        