“জুলাই অভ্যুত্থান এবার থেকে প্রতিবছর উদযাপন করা হবে”— ড. ইউনূস
 
                                        
                                    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে প্রতিবছর মাসব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করা হবে। তিনি বলেন, আর যেন ১৬ বছর অপেক্ষা না করতে হয়; এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা দমন করা যায়।
মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন,
“জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার শপথই ছিল সেই অভ্যুত্থানের মূল দর্শন।”
ড. ইউনূস জানান, জুলাই-আগস্ট মাসজুড়ে চলবে স্মরণ, শপথ এবং ঐক্যের অনুষ্ঠান।
“আমরা চাই এই ঐতিহাসিক ঐক্য প্রতিবার ফিরে আসুক; জনগণকে সচেতন করুক গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে।”
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        