জামায়াতের জাতীয় সমাবেশ ঘিরে ডিএমপিতে বৈঠকে ৭ সদস্যের প্রতিনিধি দল
 
                                        
                                    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে দলটির প্রতিনিধি দল।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে জামায়াতের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে পৌঁছে। পরে তারা অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন।
প্রতিনিধি দলে ছিলেন:
- 
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 
- 
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ 
- 
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম 
- 
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন 
- 
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান 
- 
সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেন 
- 
সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন 
ডিএমপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৈঠকে সমাবেশের অনুমতি, নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        