উপবৃত্তি না পেয়ে সড়ক অবরোধে জসিমউদ্দীন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

উপবৃত্তির টাকা না পাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জামালপুরের জসিমউদ্দীন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ সোমবার (১২ মে) দুপুরে তারা ইনস্টিটিউটের সামনে সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানের মোট ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৭ জন উপবৃত্তির টাকা পেয়েছেন। বাকি ২২২ জন এখনও কোনো টাকা পাননি। বিষয়টি নিয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থী মারুফ হাসান বলেন, "আমরা দরিদ্র পরিবার থেকে এসেছি। এই উপবৃত্তির টাকা আমাদের লেখাপড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বারবার আবেদন করার পরও কোনো অগ্রগতি নেই। আমরা ন্যায্য পাওনার দাবিতেই আজ সড়কে নেমেছি।"
অপর শিক্ষার্থী মীর আশরাফুর রহমান বলেন, "ইনস্টিটিউটের পক্ষ থেকে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি কেন আমরা উপবৃত্তি পাচ্ছি না। শুধু বলা হচ্ছে সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।"
এ বিষয়ে ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল বলেন, "আমাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক হওয়ায় উপবৃত্তি প্রদানে সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে মাত্র ৭ জন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে, বাকিদের টাকা এখনও জমা হয়নি। বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে।"
আইডি হ্যাক হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান- আইডি সংক্রান্ত সব বিষয় প্রতিষ্ঠানটির প্রন্সিপাল দেখাশুনা করেন।
এই বিষয়ে প্রতিষ্ঠানটির প্রিন্সিপালকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।