যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: দ্রুত ভিসার জন্য আবেদন করতে শিক্ষার্থীদের প্রতি মার্কিন দূতাবাসের আহ্বান

বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের দ্রুত ছাত্র ভিসার (F-1 Visa) জন্য আবেদন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগে। তাই শিক্ষা বর্ষ শুরুর আগেই ভিসার আবেদন জমা দেওয়া জরুরি, যাতে শিক্ষার্থীরা নির্ধারিত সময়মতো শ্রেণিকক্ষে যোগ দিতে পারেন।
দূতাবাস জানায়, “ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখলে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়ানো সম্ভব হবে। আবেদন যত আগে জমা দেওয়া যাবে, শিক্ষাপ্রতিষ্ঠানে সময়মতো উপস্থিত হওয়ার সম্ভাবনাও তত বাড়বে।”
এছাড়া, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সহায়ক তথ্য ও নির্দেশনা নিয়মিতভাবে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের সেসব তথ্য অনুসরণ এবং প্রয়োজনে শিক্ষা-বিষয়ক সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী আবেদন করে থাকে। মার্কিন কর্তৃপক্ষও বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি আগ্রহ ও সহযোগিতার মনোভাব প্রদর্শন করে আসছে।