কারিগরি শিক্ষায় ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ৩০ জুলাই

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিভিন্ন ডিপ্লোমা শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশ করেছে।
এ কার্যক্রমের আওতায় সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটসমূহে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি, ফিশারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
ভর্তির জন্য আবেদন করতে পারবে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ জুলাই এবং চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। সেদিনই শুরু হবে প্রথম পর্যায়ের নিশ্চায়ন কার্যক্রম, যা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ের মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর, আর এই ধাপের নিশ্চায়ন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নিশ্চয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা। তালিকাভুক্ত শিক্ষার্থীদের সরাসরি ভর্তি কার্যক্রম চলবে ১৪ ও ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে।
পরবর্তীতে ২২ ও ২৩ সেপ্টেম্বর শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবে। শূন্য আসনের ভিত্তিতে ২৪ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে, আর এই পর্যায়ের ভর্তি নিশ্চিত করতে হবে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে। পুরো ভর্তি কার্যক্রম শেষ হবে ২৯ সেপ্টেম্বর।
‘ও’ লেভেল পাস করা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী, আবেদন শুরুর কমপক্ষে দুই দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সমমান সনদ সংগ্রহ করতে হবে। সেই সনদ বিটিইবির ২ নম্বর ভবনের ৭০৬ নম্বর কক্ষে দেখাতে হবে এবং একটি ফটোকপি জমা দিতে হবে। যাচাইয়ের পর তারা অনলাইনে আবেদন করতে পারবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্ল্যাঙ্ক ফর্মের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বিটিইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।