মস্তিষ্কের টিউমারের প্রাথমিক উপসর্গ: কখন সতর্ক হওয়া জরুরি?

কাজের চাপ বা মানসিক চাপে মাঝে মাঝে মাথাব্যথা হওয়া স্বাভাবিক। অনেক সময় আমরা ওষুধ খেয়ে তা সাময়িকভাবে কমিয়ে নিই। কিন্তু সব মাথাব্যথাই কি শুধু কাজের চাপ বা মানসিক চাপের জন্য হয়? কখনও কখনও মস্তিষ্কের টিউমারও এই উপসর্গ তৈরি করতে পারে।
স্নায়ুরোগ এবং নিউরো রিহ্যাবিলিটেশনের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মস্তিষ্কের টিউমার প্রাথমিকভাবে কিছু লক্ষণ দিয়ে থাকে। এসব সময় সজাগ থাকা গুরুত্বপূর্ণ।
মস্তিষ্কের টিউমারের সতর্কবার্তা দিতে পারে এমন ৭টি উপসর্গ:
১. সকালের মাথাব্যথা
চোখ খোলার পরই যদি মাথায় ব্যথা হয়, সঙ্গে বমি ভাব থাকে, তবে সেটি সাধারণ ব্যথা নাও হতে পারে। মস্তিষ্কে চাপ বাড়লে টিউমারের ঝুঁকি থাকতে পারে।
২. স্মৃতিশক্তি দুর্বল হওয়া
বারবার সাম্প্রতিক ঘটনা ভুলে যাওয়া, কথোপকথন গুলিয়ে ফেলা বা বিভ্রান্ত হওয়া উদ্বেগের কারণ হতে পারে।
৩. কথা বলায় সমস্যা
কথা বলতে গিয়ে হঠাৎ জড়তা, শব্দ খুঁজে না পাওয়া, বা বলা কথার অস্পষ্টতা দেখা দিলে সতর্ক হওয়া উচিত।
৪. খিঁচুনি হওয়া
হঠাৎ বড় বয়সে খিঁচুনি শুরু হলে মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক সঙ্কেতের সম্ভাবনা থাকতে পারে।
৫. দৃষ্টিতে পরিবর্তন
চোখে ঝাপসা দেখা, একই জিনিস দুইবার দেখা বা অন্ধকারের অনুভূতি হতে পারে। মস্তিষ্কের টিউমারের কারণে এমন লক্ষণ দেখা দিতে পারে।
৬. শরীরের এক পাশে দুর্বলতা
দেহের কোনো এক পাশে শক্তি বা নিয়ন্ত্রণ হারানো, বিশেষ করে যেখানে টিউমার রয়েছে তার উল্টো দিকে, সতর্কতার ইঙ্গিত হতে পারে।
৭. মাথা ঘোরা ও ভারসাম্য হারানো
হঠাৎ মাথা ঘোরা বা ভারসাম্য হারিয়ে পড়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।
এই লক্ষণগুলির যে কোনওটি দেখা দিলেই টিউমার হয়েছে এমনটি নয়। তবে হঠাৎ শুরু হওয়া বা সময়ের সঙ্গে বাড়তে থাকা সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।