ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, বললেন ন্যাটো কি ‘কাগুজে বাঘ’?
 
                                        
                                    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়ে ন্যাটো জোটকে 'কাগুজে বাঘ' বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে, তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে তা ভয়াবহ মাত্রার সংঘাত ডেকে আনবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে স্নায়ু যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় মুখোমুখি পরিস্থিতি তৈরি করেছে। রুশ কর্মকর্তারা বলছেন, তারা এখন কার্যত পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছেন।
কৃষ্ণ সাগরের উপকূলীয় শহর সোচিতে ভালদাই আলোচনা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন জানান, ইউক্রেনে রুশ সেনারা পুরো ফ্রন্টজুড়ে এগিয়ে যাচ্ছে এবং প্রায় পুরো ন্যাটো জোট এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে।
সম্প্রতি ট্রাম্প হঠাৎ করে সুর বদলে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, 'কিয়েভ রাশিয়ার কাছ থেকে দখল হওয়া সব অঞ্চল ফিরে পেতে পারে।' এ সময় তিনি রাশিয়াকে 'কাগুজে বাঘ' বলে কটাক্ষ করেন।
এ প্রসঙ্গে পুতিন বলেন, 'কাগুজে বাঘ? তাহলে এগিয়ে যান, সামলান এই কাগুজে বাঘটিকে। আমরা যদি পুরো ন্যাটো জোটের সঙ্গে যুদ্ধ করি, তারপরও অগ্রসর হচ্ছি। আমরা আত্মবিশ্বাসী, আর আমরা যদি কাগুজে বাঘ হই তাহলে ন্যাটো আসলে কী?'
ইউরোপের বিভিন্ন দেশের অভিযোগ, রুশ ড্রোন ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করছে। এ নিয়ে রসিকতা করে পুতিন বলেন, 'আমি ডেনমার্ককে প্রতিশ্রুতি দিয়েছি যে আর এমনটা করব না। আর আমার এমন ড্রোন নেই, যা উড়ে লিসবন পর্যন্ত যাবে।'
তবে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে তিনি গুরুতর সতর্কবার্তা দেন। পুতিন বলেন, 'আমেরিকার সেনাদের সরাসরি অংশগ্রহণ ছাড়া টমাহক ব্যবহার করা সম্ভব নয়। এর মানে হবে সম্পূর্ণ নতুন, গুণগতভাবে ভিন্ন মাত্রার সংঘাতের সূচনা। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে।'
 
            
 
                                                                    

 
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                                                         
                                                        