হাস্যরসের পেছনে লুকানো কান্না: ফিশ ভেঙ্কট আর নেই

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, জনপ্রিয় তেলেগু অভিনেতা ও কৌতুকশিল্পী ফিশ ভেঙ্কট রাজ আর নেই। কিডনি ও লিভারজনিত জটিলতায় ভুগে গত শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
দীর্ঘ দুই দশকের বেশি সময় তেলেগু সিনেমায় হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে নিজের এক অনন্য স্থান তৈরি করেছিলেন। ‘খুশি’ সিনেমা দিয়ে ২০০১ সালে তার অভিনয় জীবন শুরু হলেও পরবর্তীতে ‘আদি’, ‘ধী’, ‘গব্বর সিং’ সহ ১৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন ভেঙ্কট। সর্বশেষ তাকে দেখা গেছে ‘কফি উইথ আ কিলার’ সিনেমায়।
দুঃখজনক যে, জীবনের শেষ পর্বে তিনি চিকিৎসার খরচ যোগাতে হিমশিম খাচ্ছিলেন। জরুরি কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। এ সময় তার মেয়ে শ্রাবন্তী জনসাধারণের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। যদিও সহশিল্পী ও স্থানীয় প্রশাসন থেকে সামান্য অনুদান আসলেও পর্যাপ্ত অর্থ সংগ্রহ হয়নি।
তার প্রয়ানে তেলেগু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, পরিচালক ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা মনে করছেন, ফিশ ভেঙ্কট রাজ শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন তেলেগু কমেডির এক উজ্জ্বল নক্ষত্র।