ধানুষ–ম্রুণাল: নতুন তারকা জুটি কি জমে উঠছে?

দক্ষিণী সুপারস্টার ধানুষ আর বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর—দুজনেই সফল, জনপ্রিয় এবং এখন নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তাদের ঘনিষ্ঠতা ঘিরে তৈরি হয়েছে নতুন প্রেমের জল্পনা।
বেশ কিছু ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে ভক্তরা বলছেন—‘কিছু একটা চলছে!’
গত ১ আগস্ট ছিল ম্রুণালের জন্মদিন। সেই তারকাখচিত পার্টিতে ধানুষের উপস্থিতি থেকেই শুরু হয় গুঞ্জন। একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—ম্রুণালের হাত ধরে কথা বলছেন ধানুষ। শুধু তাই নয়, দুজনের মধ্যে ছিল বেশ ঘনিষ্ঠ আচরণ। এই দৃশ্য ভক্তদের নজর এড়ায়নি।
একজন নেটিজেন মন্তব্য করেন, “এখনও নিশ্চিত না হলেও, কিছু একটা যে চলছে তা স্পষ্ট।”
সম্প্রতি মুক্তি পাওয়া ম্রুণালের ছবি ‘সান অফ সর্দার ২’-এর বিশেষ স্ক্রিনিংয়ে মুম্বাই উড়ে যান ধানুষ। সেখানেও দুজনকে একসঙ্গে দেখা যায়। ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে স্ক্রিনিংয়ের বাইরে।
আরেকটি ভাইরাল ভিডিওতে দুজনকে পাশাপাশি হাঁটতে দেখা যায়, যা আরও জল্পনার জন্ম দেয়।
তাদের এই ঘনিষ্ঠতা অবশ্য একদিনে তৈরি হয়নি। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গেছে ধানুষ ও ম্রুণালকে। পার্টিটি ছিল ধানুষের আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে। সেখানেও তারা ছিলেন পাশাপাশি, বন্ধুবান্ধবদের মাঝেও আলাদা করে নজর কেড়েছিলেন।
প্রসঙ্গত, ধানুষ কিছুদিন আগেই বিচ্ছেদ ঘটিয়েছেন রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত-এর সঙ্গে। সেই আঘাত কাটিয়ে ধানুষ কি তবে ম্রুণালের সান্নিধ্যে খুঁজে পেয়েছেন নতুন শুরু?
যদিও এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে ভক্তদের মতে—সবকিছুই প্রেমের দিকেই ইঙ্গিত করছে।